[english_date], [bangla_time]

শিরোনাম:

এমপি মুন্নার সভাপতিত্বে আইপিইউ’র স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সভা

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)’র স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সার্বিয়ার রাজধানীর বেলগ্রেডে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক ডা. মোঃ হাবিবে মিল্লাত মুন্নার সভাপতিত্বে স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়।সভায় আইপিইউ’র সভাপতি গ্যাব্রিয়েলা কুইভাস ব্যারন ও মহাসচিব মার্টিন চুংগংসহ উপদেষ্টা কমিটির অন্যান্য দেশের সংসদ সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় ‘সর্বজনীন স্বাস্থ্য সেবা’ সংক্রান্ত রেজুলেশনের অগ্রগতি ও বিভিন্ন দিক তুলে ধরেন অধ্যাপক ডা. মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। এর আগে বেলগ্রেডের স্থানীয় সময় সকাল ৯টায় গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির ‘সর্বজনীন স্বাস্থ্য সেবা’ বিষয়ে ৪৯টি দেশের সংসদ সদস্যদের অংশগ্রহণে আলোচনা ও বিতর্কে ২য় দিনের মত রিপোর্টিয়ার (দূত) হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য ও আইপিইউ’র স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি এমপি মুন্না।উল্লেখ্য, ১৩ অক্টোবর সার্বিয়ার রাজধানীর বেলগ্রেডে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)’র ১৪১তম অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে যোগদান করেন বাংলাদেশসহ বিশ্বের ১৭৬টি দেশের সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যগণ।