[english_date], [bangla_time]

শিরোনাম:

প্লাস্টিক সার্জারি ও ফার্মাকোলজি বিভাগে নতুন ৭ অধ্যাপক

সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বা ক্যাডার সার্ভিসের ৭ চিকিৎসককে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। এ  নিয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে ৩জন প্লাস্টিক সার্জারি ও ৪ জন ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্যমন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ আদেশ জনস্বার্থে জারি করা হলো।

পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা হলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ কামরুজ্জামান,  ঢাকা মেডিকেল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক (চঃদাঃ) ডা. বিধান সরকার ও শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ন পরিচালক ও অধ্যাপক (চঃদাঃ) ডা. লুৎফর কাদের লেনিন।

এদিকে ফার্মাকোলজী বিভাগের ৪ নতুন অধ্যাপক হলেন- রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. বিউটি সাহা, ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আবু তাহের মো. ফরিদ উদ্দীন, খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন ও সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আনসার খান।